ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো মমেক অধ্যক্ষকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো মমেক অধ্যক্ষকে ডা. চিত্তরঞ্জন দেবনাথ

ময়মনসিংহ: করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডা. চিত্তরঞ্জন দেবনাথকে ময়মনসিংহ থেকে রাত ৯টা ৫০ মিনিটে ঢাকায় নেওয়া হয়েছে।

পরে সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) মমেকের অধ্যক্ষ চিত্তরঞ্জণ দেবনাথের করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং পরদিন পজিটিভ রিপোর্ট আসে মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত তার ছেলে, মেয়ে এবং স্ত্রীর।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
একে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।