ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে কর্মহীন ১ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২, ২০২০
বরিশালে কর্মহীন ১ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ বরিশালে বিভিন্ন পেশার কর্মহীন এক হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বরিশাল: বরিশালে বিভিন্ন পেশার কর্মহীন এক হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বরিশাল নগরের ছয়শ’ রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালক, দুশ’ দরিদ্র অন্ধ মানুষ এবং দুশ’ কর্মহীন দর্জিসহ মোট এক হাজার কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

প্রত্যেককে চাল, ডাল, আলু ও সাবান দেওয়া হয়। পরে আরও অনেকের মধ্যে এসব বিতরণ করা হবে বলেও জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানসহ অন্যরা।

জেলা প্রশাসক বলেন, ‘সবাই ঘরে থাকবো, প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।