ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে করোনায় মৃত্যু গড় ১৩.৫৯ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১, ২০২০
ঢামেকে করোনায় মৃত্যু গড় ১৩.৫৯ শতাংশ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২মাসে করোনা ইউনিটে ৩৯০৪ জন রোগী চিকিৎসা নিয়েছে। আর সুস্থ্য হয়ে ১৫৮০ জন রোগী বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতালে "এক মাসে চিকিৎসকদের খাবার বিল ২০কোটি টাকা" এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, গত ২মে থেকে ঢাকা মেডিকেলে করোনা ইউনিট চালু করার পর থেকে আজ পর্যন্ত ৩৯০৪ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে।

এদের মধ্যে পুরুষ ২৪৩২ ও নারী ১৪৭২জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫৮০ জন রোগী।

তিনি আরো জানান, করোনা পজিটিভ ১৫৮৯ জনের মধ্যে মৃত্যুবরণ করেছে ২১০ জন রোগী। এই হিসাবে করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে মৃত্যুর গড় ১৩.৫৯ শতাংশ ও সুস্থ হয়ে বাড়ি ফেরার গড় ৮৮.২৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।