ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ২৬

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, জুন ২৯, ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ২৬

ঢাকা: বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (২৯ জুন) বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে চারজন নারী এবং দুইজন শিশু রয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৭০ জন। তা থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এরইমধ্যে।

*** ‘ময়ূরীর’ ধাক্কায় ডুবেছে ‘মর্নিং বার্ড’
*** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ১৭, নিখোঁজ আরও অনেক
*** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে ১২ জন নিহত
*** বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।