bangla news

‘ময়ূরের’ ধাক্কায় ডুবেছে ‘মর্নিং বার্ড’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-২৯ ১২:০৪:২৬ পিএম
উদ্ধার তৎপরতা

উদ্ধার তৎপরতা

ঢাকা: বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি ঢাকাগামী ‘মর্নিং বার্ড’। ‘ময়ূর’ নামে আরেক লঞ্চের ধাক্কায় যানটি ডুবে যায় মুহূর্তেই।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ১৭ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেক নিখোঁজ রয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অপারেটর মো. শাহদাত।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল  কাজ করছে উদ্ধারে।

*** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ২৬
*** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ১৭, নিখোঁজ আরও অনেক
*** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে ১২ জন নিহত
*** বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এজেডএস/টিএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-29 12:04:26