bangla news

না’গঞ্জ করোনা হাসপাতালে কিট সংকটে বন্ধ হচ্ছে নমুনা সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৫:৫৫:০৬ পিএম
ছবি- প্রতীকী

ছবি- প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুর করোনা হাসপাতালে কিট সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে নমুনা সংগ্রহ কার্যক্রম। নতুন কিট না এলে শনিবার (২০ জুন) থেকে আর নমুনা সংগ্রহ করা হবে না বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।

শুক্রবার (১৯ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। 

গৌতম রায় বলেন, হাসপাতালে গত ৩ দিন ধরেই কিটের স্বল্পতা ছিল। এ জন্য আমরা কম নমুনা সংগ্রহ করছিলাম। এখন আর নমুনা সংগ্রহ করবো না, নমুনা সংগ্রহ করে ফেলে রেখে তো লাভ নেই। কিটের অভাবে আমরা আর পরীক্ষা করতে পারছি না। এ অবস্থায় শুধু নমুনা জমলে আমাদের ওপর চাপ পড়ে। 

কবে নাগাদ কিট আসবে জানতে চাইলে তিনি বলেন, আমি আজও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কিট যে কোনো সময় চলে আসবে বলে আশা করছি। না আসা পর্যন্ত আপাতত আমরা নতুন নমুনা সংগ্রহ করছি না। 

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমআরপি/এইচজে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 17:55:06