ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী জেলায় করোনা রোগী বেড়ে ১৭৬, মহানগরে ৬৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুন ১৮, ২০২০
রাজশাহী জেলায় করোনা রোগী বেড়ে ১৭৬, মহানগরে ৬৯

রাজশাহী: রাজশাহীতে দুই পুলিশ সদস্যসহ আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১১ জন মহানগর এলাকার। বাকিরা বিভিন্ন উপজেলায়। এ নিয়ে রাজশাহী জেলা ও মহানগরে এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। এরমধ্যে মহানগর এলাকায় রয়েছেন ৬৯ জন করোনা পজিটিভ রোগী। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক আলাদাভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার (১৭ জুন) দিনগত রাত আড়াইটার দিকে ল্যাবের রিপোর্ট আসে।

যান্ত্রিক সমস্যার কারণে রিপোর্ট আসতে দেরি হয়।  

তবে শেষ পর্যন্ত রামেক হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন করোনা পজিটিভ রোগীরা হলেন- মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের অধিবাসী নজরুল ইসলাম (৩৮), ১৪ নম্বর ওয়ার্ডের আহমেদ আলী মোল্লা (৭০), ১৩ নম্বর ওয়ার্ডের ফারজানা আতিকা (১৫), কামরুজ্জামান খান (৫০), সাফিয়া বেগম (৬৫), ফরিদা ইয়াসমিন জলি (৪৭), রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবীর (৪৯), হামিদুল ইসলাম (৩০) ও খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন মামুনুর রশীদ (৩৯), রাশেদুল ইসলাম (৪০) এবং রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সুমেল (৩০)। এদের মধ্যে রাশেদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বলে হাসপাতাল ল্যাব সূত্রে জানা গেছে।

এছাড়া মহানগর এলাকার বাইরের করোনা পজিটিভ রোগীরা হলেন- রাজশাহীর পবা উপজেলার হাসিবর রহমান (২৩), অনু (২২), পুঠিয়ার রুনা (২৭), দুর্গাপুরের রেজাউল (২৮), মোহনপুরের নয়ন (৩৭), মুস্তাকিম (৪০) ও মশিউর (২৮)।

এদিকে রাজশাহী জেলা ও মহানগরে এখন আক্রান্তের সংখ্যা ১৭৬ জন বলে জানান সিভিল সার্জন ডা. এনামুল হক। তিনি বলেন, জেলার মোট আক্রান্তের মধ্যে মহানগর এলাকায় করোনা রোগীর সংখ্যা ৬৯ জন।

এর বাইরে রাজশাহীর মোহনপুর উপজেলায় আছেন ২১ জন, তানোরে ১৭ জন, চারঘাটে ১৪ জন, বাঘায় ১২ জন, বাগমারায় ১২ জন, পুঠিয়ায় ১২ জন, পবায় ১২ জন, দুর্গাপুরে ৬ জন ও গোদাগাড়ীতে একজন। এরমধ্যে মোট ৫২ জন করোনামুক্ত হয়েছেন। আর করোনা আক্রান্তের পর মৃত্যু হয়েছে তিনজনের। আরও ১২১ জন চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।