ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় পাঁচ দফা দাবিতে গণকমিটির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ৯, ২০২০
মাগুরায় পাঁচ দফা দাবিতে গণকমিটির মানববন্ধন

মাগুরা: করোনার কারণে সৃষ্ট দুর্যোগের সময় শ্রমিক ছাঁটাই বন্ধ, বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলা করোনা দুর্যোগ মোকাবিলা গণকমিটি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে গণকমিটির আহ্বায়ক কাজী ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুগ্ম সদস্য সচিব শম্পা বসু, যুগ্ম আহ্বায়ক এটিএম মহব্বত আলী, এএফএম বাহারুল হায়দার বাচ্চু, বিশ্বজিৎ চক্রবর্তী  প্রমুখ।

 

মানববন্ধনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- বাসের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি প্রত্যাহার; তেলের দাম কমানো; শ্রমিক ছাঁটাই বন্ধ; মাগুরায় করোনা টেস্টের ব্যবস্থা করা ও হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীদের জন্য ভেন্টিলেটরের (কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দেওয়ার যন্ত্র) ব্যবস্থা করা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।