ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ১, ২০২০
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ যাত্রী আহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক দু’টি বাস দুর্ঘটনায় অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (০১ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানায় যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সূর্যমুখী পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ওই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের গেড়াখোলা এলাকায় সকালে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী আরও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হন।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং গুরুতর আহত চার জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ