ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় ঘুড়ি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ২৯, ২০২০
মাগুরায় ঘুড়ি উৎসব

মাগুরা: মাগুরায়  ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।  নীল আকাশে নানা রকমের ছোট বড়-ঘুড়ি উড়তে দেখে আনন্দে মেতে ওঠে শিশু-কিশোর ও স্কুল-কলেজ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ মে) বিকেলে নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া মাঠে রুহানী মোটস এর আয়োজনে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় শুভেচ্ছা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র অর্ঘ দাস বলে, লকডাউনের মধ্যে ঘর থেকে বের হয়ে ঘুড়ি উৎসব দেখতে এসেছি আমার খুব ভাল লাগছে।

এখানে নানা রঙের ঘুড়ি সুতা দিয়ে কাটাকাটি খেলা হয়েছে তা দেখে আমি খুব মজা পেয়েছি।

এ সময় আয়োজক কমিটির সভাপতি মো. পলাশ মাহামুদ বলেন, আমাদের এলাকায় ঈদ পরবর্তী সময়ে শিশু-কিশোরদের একটু আনন্দ বিনোদন দিতে এই আয়োজন করেছি। এখানে প্রায় একশ নানা রঙের ঘুড়ি উড়েছে। কাটা কাটি খেলা হয়েছে।

ঘুড়ি উৎসবে নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মো. হাসেম শেখ প্রথম স্থান অধিকার করে একটি মোবাইল ফোন পেয়েছেন। দ্বিতীয় পুরস্কার একটি বৈদ্যুতিক ফ্যান পেয়েছেন উৎপল অধিকার। তৃতীয় পুরস্কার পেয়েছেন শুভ কর্মকার একটি চার্জার লাইট।  

এ সময় রুহানী মটরস এর মালিক আরিফুল ইসলাম তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।