bangla news

নারায়ণগঞ্জে ৩৩শ' মসজিদে হবে ৫ হাজার ঈদ জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৩ ১:১৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের কারণে নারায়ণগঞ্জে এবার পবিত্র ঈদ উল ফিতরের নামাজ কোনো খোলা ময়দানে বা ঈদগাহে হবে না। প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে শুধুমাত্র এলাকাভিত্তিক মুসল্লিরা নামাজ আদায় করবেন।

শনিবার (২৩ মে) দুপুরে এসব তথ্য জানান ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ পরিচালক মুহাঃ জাকির হোসাইন।

তিনি জানান, জেলায় প্রায় ৩৩শ টি মসজিদ রয়েছে। এসব মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। কোথাও কোনো ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। প্রতিটি মসজিদেই প্রয়োজনে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। শহরের অনেক মসজিদ ২ থেকে ৩ টি জামাতও অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবার জেলায় ৩৩শ টি মসজিদে প্রায় ৫ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরে মুসল্লিরা নামাজ আদায় করবেন। সকলেই বাড়ি থেকে অজু করে আসবেন এবং নিজের জায়নামাজ নিয়ে আসবেন। নিজ নিজ এলাকায় মানুষ সেখানেই নামাজ আদায় করবেন তবে নামাজের পর হাত মেলানো কিংবা কোলাকুলি থেকে বিরত থাকবেন তারা। 

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-23 13:13:09