ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৩ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ২১, ২০২০
২৩ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার হাতকড়া লাগানো আসামি হানিফ সরদার।

বরিশাল: বরিশালে ১৯৯৭ সালে নারী ও শিশু অপব্যবহার দমন আইনে দায়েরকৃত মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হানিফ সরদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হানিফ সরদার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, আসামি হানিফ সরদার দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক থাকার পর বুধবার হরিনাথপুর গ্রামের ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ২১, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।