ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের বুথ স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ১০, ২০২০
নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের বুথ স্থাপন বুথ স্থাপন।

নারায়ণগঞ্জ: জেলায় সম্ভাব্য করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিপরীত পাশে কিন্ডার কেয়ার হাইস্কুলে একটি বুথ স্থাপন করা হয়েছে।

রোববার (১০ মে) বেলা সাড়ে ১১টায় ব্রাকের সহযোগিতায় এ বুথ স্থাপন করে নাসিক। এতে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি নমুনা সংগ্রহ করা হবে।

এতে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন, নাসিকের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা, ডা. মো. নিজাম আলী, ডা. গোলাম মোর্শেদ, ডা. আকিব জামান প্রমুখ।

ডা. নিজাম আলী জানান, এখানে সপ্তাহে তিনদিন ১৫টি করে নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া আমাদের মোবাইল টিমের মাধ্যমে অব্যাহত থাকা নমুনা সংগ্রহের কাজও চলবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।