ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে নিত্যপণ্যের বাজারে র‌্যাবের সুরক্ষা বৃত্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
লক্ষ্মীপুরে নিত্যপণ্যের বাজারে র‌্যাবের সুরক্ষা বৃত্ত লক্ষ্মীপুরে নিত্যপণ্যের বাজারে সুরক্ষা বৃত্ত এঁকে দিচ্ছে র‌্যাব। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে লক্ষ্মীপুরের বাজারগুলোতে সুরক্ষা বৃত্ত এঁকে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে র‌্যাব-১১’র উদ্যোগে এ সুরক্ষা বৃত্ত এঁকে দেওয়া হয়।

র‌্যাব সদস্যরা জেলা শহরের কাঁচা বাজারসহ বিভিন্ন এলাকায় নিত্যপণ্যের দোকানের সামনে সুরক্ষা চিহ্ন এঁকে দেন।

পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাদের সচেতনার পরামর্শ দেন তারা।

র‌্যাব-১১’র কোম্পানি অধিনায়ক মো. আবু ছালেহ জানান, করোনা মোকাবিলায় জনসমাগম রোধে অন্য বাহিনীর পাশাপাশি র‌্যাবও মাঠে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অপ্রয়োজনে জনগণকে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করার কাজ করছেন তারা।

বাংলাদেশে সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।