ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন ৩৫০ মার্কিন নাগরিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মার্চ ৩০, ২০২০
সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন ৩৫০ মার্কিন নাগরিক

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫০ জন নাগরিক সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে ঢাকা ছাড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এসব নাগরিক। সোমবার সন্ধ্যা ৬ টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে ঢাকা ছাড়ছেন তারা।

বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাবে। এসব মার্কিন নাগরিকের সঙ্গে তাদের পোষা নয়টি কুকুরও যাচ্ছে।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকার মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় এসব নাগরিকরা ঢাকা ছাড়ছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।