ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

শনিবার বসছে পদ্মাসেতুর ২৭তম স্প্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
শনিবার বসছে পদ্মাসেতুর ২৭তম স্প্যান

মুন্সিগঞ্জ: দেশ জুড়েই করোনা ভাইরাস আতঙ্ক বিরাজমান। এর মধ্যেই পদ্মাসেতুর ২৭তম স্প্যান বসানো হচ্ছে শনিবার (২৮ মার্চ)। শরীয়তপুরের জাজিরা প্রান্তে স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৫০ মিটার।

শুক্রবার (২৭ মার্চ) সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে নিয়ে যাওয়া হয়েছে স্প্যানটিকে। ২৬তম স্প্যান বসানোর ১০ দিনের মাথায় বসানো হচ্ছে ২৭তম স্প্যানটি।

বর্তমানে পদ্মাসেতুর ৩ দশমিক ৯ কিলোমিটার দৃশ্যমান।  

শুক্রবার বিকেলে স্প্যান বসানোর তথ্য নিশ্চিত করেছেন মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।  

পদ্মাসেতুর প্রকৌশলী সূত্রে জানা গেছে, আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে শনিবার সকালে বসবে সেতুর ২৭তম স্প্যানটি। সাড়ে চার হাজার দেশি শ্রমিকের মধ্যে করোনা ভাইরাস আতঙ্কে প্রায় তিন হাজার শ্রমিক ছুটি নিয়েছে।  

পদ্মাসেতুতে বসানোর জন্য স্প্যান প্রস্তুত আছে ৫টি। এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে আরও দুইটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে প্রকৌশলীদের। করোনা আতঙ্কের মধ্যেই পদ্মাসেতুর কাজ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রকৌশলীরা।  

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়।  

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।