bangla news

সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৬ ৫:৫৫:১৭ পিএম
সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ:  টানা ৮ ঘণ্টা অচলাবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়ক। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে এখনও যানবাহনের চাপ রয়েছে।          

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার পর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু হয়। 

এর আগে, সকাল ৮টা থেকে এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়৷ ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে মুলিবাড়ী মোড়, কড্ডা, ঝাঐল ওভার ব্রিজ, কোনাবাড়ী ও নলকা এলাকায় থেকে যানজট ছড়িয়ে পড়ে  হাটিকুমরুল গোলচত্বর হয়ে বগুড়া রোডের চান্দাইকোনা পর্যন্ত। এতে দুর্ভোগে পড়ে ঘরে ফেরা মানুষগুলো।   

>>>সিরাজগঞ্জ মহাসড়কে ৪০ কিমি যানজট

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন,  ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের তীব্র চাপ থাকায় সকাল থেকে থেমে থেমে যানজট দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি যানজটের তীব্রতা বেড়ে যায়৷ বিকেল ৪টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচল। 

তিনি আরও বলেন, এখনো উত্তরাঞ্চল গামী রুটে যানবাহনের চাপ রয়েছে। তবে সন্ধ্যার দিকে কমতে পারে৷ 

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-26 17:55:17