ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কবি-লোক গবেষক আশরাফ সিদ্দিকীর জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
কবি-লোক গবেষক আশরাফ সিদ্দিকীর জানাজা সম্পন্ন

ঢাকা: বিখ্যাত কবি ও লোক গবেষক ড. আশরাফ সিদ্দিকীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টায় বাদ জোহর রাজধানীর ধানমন্ডির শাহী ঈদগাহ মাঠে এ কবির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  

জানাজা শেষে আশরাফ সিদ্দিকীর মরদেহ দাফনের উদ্দেশ্যে বনানী কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়।

তার জানাজায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ধানমন্ডিবাসী উপস্থিত ছিলেন।

আশরাফ সিদ্দিকীর নামাজে জানাজায় তার ছেলে রিয়াদ সিদ্দিকী বলেন, আমার বাবা যদি কারো কাছে ভুলত্রুটি করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে তার যদি কোনো দেনাপাওনা থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পরিশোধ করে দেবো।  

রিয়াদ সিদ্দিকী আরও বলেন, দেশে চলমান করোনা ভাইরাস সংক্রমণের ফলে আমার বাবার মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান আপাতত করছি না। পরবর্তীতে আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে বাবার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

বুধবার (১৯ মার্চ) রাত ৩টায় অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশরাফ সিদ্দিকী। তার বয়স হয়েছিল ৯৩ বছর।  

আরও পড়ুন>>> কবি-লোক গবেষক ড. আশরাফ সিদ্দিকী আর নেই

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।