bangla news

বাংলানিউজের শিউলীর বাবা আর নেই 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৬ ৬:৩৬:০৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা: অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র নিউজরুম এডিটর রাফিয়া আরজু শিউলীর বাবা মো. আবুল কাশেম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

দুই ছেলে ও পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মো. আবুল কাশেম।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুসফুসের অসুখে ভুগছিলেন আবুল কাশেম। রোববার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আবুল কাশেমের জামাতা আমিনুর রহমান জানান, সোমবার মরহুমের গ্রামের বাড়ি পাবনা জেলা সদরের শালগাড়িয়ায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানকার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। 

এদিকে আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার এবং বাংলানিউজ পরিবার।

বাংলাদেশ সময়:  ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএ/

ক্লিক করুন, আরো পড়ুন :   পাবনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-16 18:36:09