ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএনপির সমাবেশ, ফিলিপাইনের নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
বিএনপির সমাবেশ, ফিলিপাইনের নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের

ঢাকা: শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির সমাবেশ সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত ফিলিপাইনের নাগরিকদের সতর্ক করছে দেশটির ঢাকার দূতাবাস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে এ  সংক্রান্ত একটি সতর্কবার্তা দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ-মিছিলের আয়োজন করা হয়েছে।

তাই নিরাপত্তার জন্য বাংলাদেশে থাকা ফিলিপাইনের নাগরিকদের সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হলো।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad