ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় মাদকসহ যুবজোট নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
কুষ্টিয়ায় মাদকসহ যুবজোট নেতা আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবজোটের সভাপতি নাজমুল ইসলামকে (৩৮) মাদকসহ আটক করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে আরও দু’জনকেও।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মিরপুর উপজেলা যুবজোটের সভাপতি ও মালিহাদ ইউয়িনের মালিথাপাড়ার মাহাতাব উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৩৮), একই এলাকার আব্দুল আলিম (৫০) এবং মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার রবিউল ইসলাম (৪০)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চুনিয়াপাড়া এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করা হয়। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে মালিহাদ মারফতপাড়া থেকে ১০০ গ্রাম গাঁজাসহ নাজমুল ও আলিমকে আটক করা হয়। পরে আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।