ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই বাংলাদেশির মরদেহ ফেরত আনতে কার্যক্রম শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
দুই বাংলাদেশির মরদেহ ফেরত আনতে কার্যক্রম শুরু 

নওগাঁ: নওগাঁর হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে নিহত সনজিত ও কামালের মরদেহ ফেরত আনতে কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে বিএসএফ সাড়া দিয়েছে কিনা সেটি জানাতে পারেননি বিজিবি কর্মকর্তারা।

১৬ বিজিবির লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিবারের সদস্যরা আবেদন করায় মরদেহ ফেরতের কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তবে কবে বা কখন নাগাদ মরদেহ ফেরত আনা যাবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে পারেনি বিজিবি।

গত বুধবার ভোরে হাঁপানিয়া সীমান্তে গুলি করে তিন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। এর মধ্যে সনজিত ও কামালের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় তারা।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।