ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের বুকে গুলি চালাল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জানুয়ারি ২৩, ২০২০
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের বুকে গুলি চালাল পুলিশ

ঢাকা: রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শাহ মো. কুদ্দুস মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। তিনি হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।
ফেসবুক স্ট্যাটাসএক প্রশ্নের জবাবে ওসি বলেন, তার ফেসবুক স্ট্যাটাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এডেজএস​/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।