ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
বগুড়ায় বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি পোতার সময় মাথা খুঁটি পড়ে বায়েজিদ হোসেন (১৬) নামের এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর বগুড়ার শাহজাহানপুর উপজেলার চন্ডিবর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ শেরপুর অঞ্চলের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি পোতার কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকায় নিহত কিশোর বায়েজিদ ও তার পিতাসহ অন্যরা কাজ করছিল।  

রোববার বিকেলে খুঁটি পোতার সময় একটি খুঁটি গড়িয়ে বায়েজিদের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর অঞ্চলের ডিজিএম ফখরুল আলম বাংলানিউজকে বলেন, খুঁটি পোতা ও সরবরাহ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ। এ বিষয়ে তার অফিস দায়বদ্ধ না। তবে খুঁটি পোতার সময় অসাবধানতাবশত এক কিশোর শ্রমিকের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।