ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে শীতার্ত প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
জয়পুরহাটে শীতার্ত প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

জয়পুরহাট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জয়পুরহাটে শীতার্ত প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করেছে প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থা। 

রোববার (৫ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন।
 
এ সময় জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইএম মাসুদ রেজা, জয়পুরহাট প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নান্টু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা দোকান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি রাহাত হোসেন জনি উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন, কনকনে ঠাণ্ডায় জয়পুরহাটের প্রতিবন্ধীরা কম্বল পেয়ে মহাখুশি। এসব ছিন্নমূল অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, জানুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।