ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্রিকেট ব্যাট দিয়ে ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
ক্রিকেট ব্যাট দিয়ে ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে আমির হোসেন (৫০) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে ক্যান্সার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিল।

রোববার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আমিরকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির হোসেনের ছোট ভাই আলী হোসেন জানান, তদের বাড়ি শরীতপুর জেলার জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। বর্তমানে খিলক্ষেত শিকদার বাড়ি এলাকায় থাকেন।

জানা যায়, ঢামেক হাসপাতালের সাবেক পাম্প অপারেটর মৃত আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম ব্যাট দিয়ে আঘাত করে আমিরকে। ঘটনাস্থলেই আমির জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখান থেকে তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ইব্রাহিমকে ধরে ফেলে এবং শাহবাগ থানায় হস্তান্তর করে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিরকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আঘাত করা হয়।  পরে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। জরুরি বিভাগে নিয়ে আসলে মারা যায় সে। যুবকটিকে ধরে শাহবাগ থানায় দেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আটক ব্যক্তির বাবা পিডব্লিউডির কর্মচারী ছিল। কিছুদিন আগে নিহত ব্যক্তি ইব্রাহীমের পরিবারের কাছে অভিযোগ দিয়েছিলেন। এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।