ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহী সিটি ধূমপানমুক্ত ঘোষণা হচ্ছে শিগগিরই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
রাজশাহী সিটি ধূমপানমুক্ত ঘোষণা হচ্ছে শিগগিরই রাজশাহী সিটি করপোরেশনের নগর সভাকক্ষে মতবিনিময় সভায় বক্তারা।

রাজশাহী: বিশ্বের মডেল সিটিগুলোর অন্যতম পরিষ্কার সবুজ ও স্বাস্থ্যকর একটি সিটি হচ্ছে রাজশাহী সিটি করপোরেশন। উন্নত বিশ্বের অত্যাধুনিক সিটিগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাজশাহী সিটি করপোরেশন ইতোমধ্যে বিশ্বের অন্যতম মডেল সিটি হিসেবে জায়গা করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীকে ধূমপানমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে শিগগিরই।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে ‘তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার, প্রণোদনা ও পৃষ্ঠপোষকতা’ শীর্ষক জরিপের প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২৭৩৬টি তামাক পণ্যের ৯০ শতাংশ দোকানে তামাকের বহুজাতিক কোম্পানিগুলোর আইন বহির্ভূত অবৈধ বিজ্ঞাপন, প্রণোদনা ও পণ্য প্রদর্শিত হওয়ার বিষয়টি জরিপ প্রতিবেদনে উঠে আসে।

দাতা সংস্থা ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-সিটিএফকে’র সহযোগিতায় রাজশাহীর উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ রাজশাহী মহানগরীতে এ জরিপ পরিচালনা করে।

‘এসিডি’র আয়োজনে ও ‘সিটিএফকে’র সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জরিপের ফল সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এসময় জানানো হয়, গত জানুয়ারি মাসে মহানগরীর ২৭৩৬টি তামাক পণ্যের বিক্রয়কেন্দ্রের মধ্যে দ্বৈবচয়নের ভিত্তিতে ৪২৪টিতে পরিচালিত জরিপের মাধ্যমে এ প্রতিবেদন উঠে আসে।

রাজশাহী সিটি করপোরেশন সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ মো. রজব আলী। ‘এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহীর সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও ‘সিটিএফকে’র গ্র্যান্টস ম্যানেজার আব্দুস সালাম মিয়া।

এসময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, ‘এসিডি’র ডিরেক্টর (ফিনান্স) পংকজ কর্মকার, সংস্থার তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ‘তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার, প্রণোদনা’ শীর্ষক জরিপের প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ‘এসিডি’র অ্যাডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র-২ মো. রজব আলী বলেন, নির্মল বায়ুর শহর হিসেবে বিশ্বের দরবারে রাজশাহী সিটি করপোরেশন পরিচিতি লাভ করেছে। আমরা নগরবাসী সবাই সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় নগরপিতা  এএইচএম খায়রুজ্জমান লিটন রাজশাহী সিটিকে ধূমপানমুক্ত শহর হিসেবে গড়ে তুলবেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসএস/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।