ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে যন্ত্র নিয়ে দৌড়ে যাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
‘হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে যন্ত্র নিয়ে দৌড়ে যাই’ আগুনে পুড়ছে নিউ রাজধানী সুপার মার্কেট/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে টিকাটুলির রাজধানী সুপার মার্কেট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রাও।

তাদেরই একজন মার্কেটের বিপরীতে একটি বেসরকারি ব্যাংকের বুথের নিরাপত্তাকর্মী নাহিদ।  

অগ্নিকাণ্ডের বিষয়ে নাহিদ বলেন, মার্কেটের দ্বিতীয়তলা থেকে মাগরিবের আজানের পর হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে অগ্নিনির্বাপন যন্ত্র নিয়ে দৌড়ে যাই।

এ সময় মার্কেটের ৬-৭ জন নিরাপত্তাকর্মীকে নিয়ে উপরে উঠি। তারাও তাদের যন্ত্র নিয়ে উঠেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে হাত দেই।  

দ্বিতীয় তলায় একটি টেইলার্স বন্ধ ছিলো, সেটি থেকে আগুন লাগতে বলে ধারণা তার।

সেলিম নামে মার্কেটের এক ব্যবসায়ী ফায়ার সার্ভিসকে ধন্যবাদ দিয়ে বলেন, তারা দ্রুত ঘটনাস্থলে এসেছেন।

জানা যায়, নিউ রাজধানী সুপার মার্কেট নামে মার্কেটটির দ্বিতীয় তলায় ৮০টি দোকান রয়েছে। আগুনে যার ৮০ শতাংশ পুড়েছে। এসব দোকানের মধ্যে ইলেকট্রিক মালামালের গোডাউন, বেডশিটের গোডাউন, টেইলার্সসহ বিভিন্ন দোকান ছিল। তবে নিচে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিচতলায় প্রায় ৭০টি দোকান ছিলো।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সোয়া ৫টার পর জনপ্রিয় মার্কেটটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যা প্রায় দেড় ঘণ্টা পর ৬টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সদর দফতরের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন বাংলানিউজকে আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেন। মার্কেটের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এজেডএস/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।