bangla news

মেহেরপুরে চলছে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট, ভোগান্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৯ ১১:০৯:০৭ এএম
মেহেরপুরে দ্বিতীয় দিনেও চলছে বাস ধর্মঘট। ছবি: বাংলানিউজ

মেহেরপুরে দ্বিতীয় দিনেও চলছে বাস ধর্মঘট। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরে মঙ্গলবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ জেলার সব মানুষ। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও চাকরিজীবীরা বেশি ভোগান্তিতে।

 

নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন চালকরা। তবে সড়কে আলগামন, নসিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন চলছে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, নতুন সড়ক পরিবহন আইনে বড় ধরনের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। আর তাই আইন সংশোধনের দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কসহ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রখেছেন বাস চালকরা। 

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-19 11:09:07