ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ঘুষের টাকাসহ ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিস সহায়ক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, অক্টোবর ১৪, ২০১৯
ঘুষের টাকাসহ ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিস সহায়ক আটক

ঠাকুরগাঁও: ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অফিস সহকারী আতিকুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালায় দুদক।

দুদক দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাংলানিউজকে জানান, আতিকুল ইসলাম পাসপোর্ট করে দেওয়ার নামে সহিম উদ্দীন নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বেশ কিছুদিন ধরে হয়রানি করছিলেন।

এ কারণে সহিম উদ্দীন আতিকুল ইসলামকে ঘুষ দিতে রাজি হন। এরপর ওই শিক্ষক বিষয়টি দুদককে জানান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের সময় নগদ ২১ হাজার টাকাসহ অফিস সহকারী আতিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও থানায় সোর্পদ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।