ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মায়া আক্তার শান্তা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ে ছোট চন্দ্রাইল এলাকার চান মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মায়া আক্তার শান্তা মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মুরাদ হোসেনের স্ত্রী।

তারা ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বিকেলে ভাড়া বাসার নিজ ঘরে শান্তা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা প্রথমে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।