ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

গলাচিপায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, সেপ্টেম্বর ১৬, ২০১৯
গলাচিপায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে রাবেয়া বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবিশ্বাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া চরআগস্তি এলাকার জহিরুল সিকদারের স্ত্রী।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাংলানিউজকে বলেন, চরআগস্তির নিজ বাড়ি থেকে রাবেয়া ভাড়ায় চালিত মোটরসাইকেলে বুধবারের বাজারে রওনা হন। মোটরসাইকেলটি কাজীর হাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছন থেকে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ