ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিষ দিয়ে পাখি হত্যা: ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
বিষ দিয়ে পাখি হত্যা: ৫০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে বিষ প্রয়োগে শতাধিক পাখি হত্যার অভিযোগে মানিক মিয়া নামে এক চাতাল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবিরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এর আগে দুপুরে পাখির নমুনা জব্দ করে মরদেহ মর্গে পাঠায় সদর থানা পুলিশ।

মানিক সিটি রাইস মিলস লিমিটেডের মালিক আবুল কাশেমের ছেলে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (আরডিসি) সুইচিং মং মারমা বাংলানিউজকে জানান, লালমনিরহাট পৌরসভার কুলাঘাট রোডে সুকান দিঘী এলাকায় সিটি রাইস মিলে ধান খাওয়ার অপরাধে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির বেশকিছু পাখি মেরে ফেলে। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবগত করে। খবর পেয়ে সদর থানা পুলিশ নমুনা সংগ্রহ করে জেলা পশু হাসপাতাল মর্গে পাঠায়। একই ঘটনা তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব ঘটনাস্থলে যান।

তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত বসলে চাতাল মালিক মানিক এ অপরাধ স্বীকার করে। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এমন অপরাধ পুনরাবৃত্তি না করতে সতর্ক করা হয়।

** বিষ দিয়ে মারা হলো শতাধিক পাখি

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ