ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তালায় পিকআপের ধাক্কায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
তালায় পিকআপের ধাক্কায় গৃহবধূ নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী ডা. আজিজুর রহমান আহত হয়েছেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুমিরার নওয়াকাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দম্পতি সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা কদমতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে খুলনাগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতিমা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় নিহত নারীর স্বামী ডা. আজিজুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।