ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পচাবাসি খাবার বিক্রি করায় বরিশালে ২ বেকারিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
পচাবাসি খাবার বিক্রি করায় বরিশালে ২ বেকারিকে জরিমানা অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: পচাবাসি খাবার বিক্রি করার দায়ে বরিশালে দুই বেকারির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ আগস্ট) বরিশাল সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মো. সাইফুল ইসলাম।

বরিশাল সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল পৌনে ৫টা থেকে ৬টা পর্যন্ত কাউনিয়া বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আল আমিন বেকারিকে ৫০ হাজার টাকা ও পচাবাসি খাবার বিক্রি করার দায়ে সাহাবুদ্দিন বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।