bangla news

মোজাফফর আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৩ ৯:৩৩:৫৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ন্যাপ সভাপতি মোজাফফর আহমদ, ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ন্যাপ সভাপতি মোজাফফর আহমদ, ফাইল ফটো

ঢাকা: প্রবীণ রাজনীতিবিদ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিবৃতির কথা জানানো হয়।

আরও পড়ুন>> ন্যাপ সভাপতি মোজাফফর আহমদ আর নেই

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমইউএম/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   রাজনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-23 21:33:59