ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজ উদ্যোগে ফগার মেশিনে মশক নিধন করবে ঢামেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
নিজ উদ্যোগে ফগার মেশিনে মশক নিধন করবে ঢামেক

ঢাকা: নিজ উদ্যোগে শিগগির দুটি ফগার মেশিন আনা হচ্ছে জানিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, হাসপাতাল ও এর আশপাশে সপ্তাহে দু’দিন ফগার মেশিনে মশক নিধনে কার্যক্রম চালানো হবে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে হাসপাতালের প্রশাসনিক বিভাগের সভাকক্ষে ডেঙ্গু রোগীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ব্রি জে নাসির উদ্দিন বলেন, ঢামেকের নিজস্ব উদ্যোগে ফগার মেশিন আনা হবে।

ওই মেশিন দিয়ে সপ্তাহে দু’দিন মশক নিধন করা হবে। আশা করছি আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম চালানো সম্ভব হবে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফামেক হাসপাতালের পরিচালক জানান, এখন সপ্তাহে দুইদিন হাসপাতালের উদ্যোগে পুরো হাসপাতালেই মশক নিধনের জন্য ১২টি মেশিন দ্বারা এরোসল ছিটানো হয়। এছাড়া সিটি করপোরেশনের লোকজন তাদের নিয়ম অনুযায়ী মশক নিধন করে যাচ্ছেন।  

তিনি জানান, ঢামেকে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। তবে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বুধবার (২১ আগস্ট) চেয়ে বৃহস্পতিবার একটু বেড়েছে। বুধবার ডেঙ্গু জ্বরে রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জন শিশুকে এ জ্বরে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি  করা হয়েছে।  

হাসপাতালে সর্বমোট ৯০ জন শিশু ডেঙ্গু রোগে ভর্তি আছে জানিয়ে ব্রি জে একেএম নাসির উদ্দিন বলেন, তাদেন মধ্যে চারজন শিশু ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১২জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে মোট ভর্তি এ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৩ জন।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।