ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গুজ্বরে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
ফরিদপুরে ডেঙ্গুজ্বরে কলেজছাত্রের মৃত্যু

ফরিদপুর: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সুমন বাশার বাবু (২২) নামে এক কলেজছাত্রে মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে তার মৃত্যু হয়। সুমন মাগুরা সদরের চাঁদপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ও শত্রুজিৎপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

 

হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু বাংলানিউজকে বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মাগুরায় চিকিৎসার পর গত ১২ আগস্ট (সোমবার) ফরিদপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। এ নিয়ে হাসপাতালটিতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪৩ জনে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময় ১২১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।