ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু রোধে ট্রেনে মশার ওষুধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, আগস্ট ৭, ২০১৯
ডেঙ্গু রোধে ট্রেনে মশার ওষুধ ট্রেনে মশার ওষুধ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদ যাত্রায় মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়। এজন্য সব ট্রেনেই মশার ওষুধ ও স্প্রে ব্যবহার করছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রেলের ঈদুল আজহার সেবা শুরু হয়েছে।

এই দিন আন্তঃনগর ও মেইল মিলে ৫২টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

সব ট্রেনেই ফগা মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। এছাড়া দুর্গন্ধ রোধে স্প্রেও দেওয়া হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক বাংলানিউজকে বলেন, সব ট্রেনে রেলের নিজস্ব ফগা মেশিন দিয়ে মশার ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়াও সিটি করপোরেশনের টিম মশা রোধে কাজ করছে।

তিনি বলেন, কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এজন্য রেলওয়ের এই উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।