ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
সাভারে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

সাভার (ঢাকা): সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অসুস্থ অবস্থায় আরও এক শিক্ষার্থীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাংকটাউন ব্রিজ এলাকার ধলেশ্বরী নদীতে নিখাঁজ হন ওই তিন শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা-৪ জোনের কমান্ডার আনোয়ারুল হক নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ তিন শিক্ষার্থী রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসেন। পরে তারা ব্যাংকটাউন ব্রিজের পাশে ১২টার দিকে গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এসময় আরো এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।