ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ জুলাই) বিকেলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, বুধবার ভোররাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পানি ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। পরে সিভিল এভিয়েশন কর্র্তৃপক্ষের প্রচেষ্টায় ডেসা এবং ওয়াসার খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।

 

এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় পানি ও বিদ্যুৎ সরবরাহ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম পরিচলনা করেছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বিমানবন্দরের কাছে রেলওয়ে উচ্ছেদ অভিযান চালানোর সময় বিদ্যুৎ সংযোগ লাইন কাটা পড়ে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে বিমানবন্দর। সমস্যা দেখা দেয় পানি সরবরাহেও।  

এতে গরমে যাত্রীদের যেমন ভোগান্তিতে পড়তে হয়, তেমনি সমস্যায় পড়েন বিমানবন্দরের কর্মীরাও।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
টিএম/এমএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।