ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
কাপ্তাইয়ে পাহাড় ধসে ২ জনের মৃত্যু নিহত আতামং মারমা ও অটল বড়ুয়া। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় পাহাড় ধসে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতামং মারমা (৪২) ও অটল বড়ুয়া (৫০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় হঠাৎ পাহাড় ধসে পড়লে অটল ও আতামং নামের দুই পথচারী মারা যায়। এ সময় সড়কে চলমান একটি অটোরিকশার চালকসহ চার জন আহত হয়। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।  

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড় ধস হওয়ায় বর্তমানে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯/আপডেট: ১৩৪৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।