ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেলবাহী ট্রেন দুর্ঘটনায় প্রকৌশলী বরখাস্ত, তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
তেলবাহী ট্রেন দুর্ঘটনায় প্রকৌশলী বরখাস্ত, তদন্ত কমিটি তেলবাহী ট্রেন দুর্ঘটনা

ঢাকা: রাজশাহীতে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) রাতে তাকে বরখাস্ত করা হয়।  

একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  

রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর চারঘাট হলিদাগাছি রেলগেইটের পশ্চিমে দিঘলকান্দি ঢালানের কাছে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ১০,২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।