ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ৬ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
নাটোরে ৬ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা

নাটোর: পাঠাগার সমৃদ্ধকরণ ও পাঠাভ্যাস গঠনের লক্ষে নাটোরে ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে। 

রোববার (০৭ জুলাই) থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা (দিশা) পরিচালিত ‘আলোঘর’ প্রকাশনা মেলার আয়োজন করে।

আয়োজক সংস্থা আলোঘর প্রকাশনার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তুলতে আলোঘর প্রকাশনার এই উদ্যোগ।

মেলায় বিখ্যাত ব্যক্তিদের জীবনী সিরিজ, গল্প, উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, ননফিকশন, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাসসহ বিভিন্ন রকমের সৃজনশীল বই প্রদর্শিত হচ্ছে এবং শিক্ষার্থীরা তা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবে। পাঠাগার সমৃদ্ধকরণ ও পাঠাভ্যাস গঠনের লক্ষে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।