ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ৭০ মদ বিক্রেতার আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জুলাই ৭, ২০১৯
গাজীপুরে ৭০ মদ বিক্রেতার আত্মসমর্পণ

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের বনগ্রাম এলাকার ৭০ চোলাই মদ বিক্রেতার পু‌লি‌শের কা‌ছে আত্মসমর্পণ করেছেন।

রোববার (০৭ জুলাই) দুপু‌রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএম‌পি) কমিশনারের কার্যালয়ে এসে ওই মদ বি‌ক্রেতারা আত্মসমর্পণ করেন।

‌জিএম‌পি’র স্টাফ কার্যালয় টু ক‌মিশনার (এ‌সি) পীযূষ কুমার দে বাংলানিউজকে জানান, গত ২ মাস আগে বনগ্রাম এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএম‌পি) ক্রাইম জোনের সদস্যরা অভিযান চালায়।

প‌রে ওই এলাকায় চোলাই মদ উৎপাদন এবং ব্যবহারের উপকরণ ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। এসময় চোলাই মদ বি‌ক্রেতারা পা‌লি‌য়ে যায়। পরে জিএম‌পি পুলিশের নানামুখী ভূমিকায় রোববার ‌জিএম‌পি পুলিশ কমিশনার কার্যালয়ে এসে ৭০ মদ বি‌ক্রেতারা আত্মসমর্পণ ক‌রেন। এছাড়া চোলাই মদ বি‌ক্রির পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে তারা।

এসময় উপস্থিত ছিলেন জিএম‌পি পু‌লিশ ক‌মিশনার মো. আ‌নোয়ার হো‌সেন, সহকারী কমিশনার আবু লাইস মোহাম্মদ ইলিয়াছ জিকুসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।