ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদ্রাসার সেই অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের ২ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
মাদ্রাসার সেই অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের ২ মামলা আটক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বেলালী

নেত্রকোণা: ধর্ষণের অভিযোগে নেত্রকোণার কেন্দুয়ায় আটক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বেলালীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দিনগত রাতে তার বিরুদ্ধে পৃথক এ মামলা দায়ের করেন দুই শিক্ষার্থীর বাবা।

বেলালী পৌর এলাকার বাদে আঠরবাড়ী মা হাওয়া (আ.) কওমি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ।

মামলার বরাত দিয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া বাংলানিউজকে জানান, শুক্রবার মাদ্রাসা চলাকালীন এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে অধ্যক্ষ বেলালী। এসময় ওই ছাত্রী চিৎকার দিলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা টের পেয়ে বেলালীকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা বেলালীকে গণপিটুনি দিয়ে কেন্দুয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।

ধর্ষণের ওই বিষয়টি ধরা পড়ার পর মাদ্রাসার আরও এক ছাত্রী মুখ খুলে। সে জানায়, পবিত্র ধর্মগ্রন্থের শপথ করিয়ে ওই অধ্যক্ষ এর আগে তাকেও ধর্ষণ করেছেন। পরে এ বিষয়টিও জানাজানি হলে ওই শিক্ষার্থীর বাবা কেন্দুয়া থানায় অধ্যক্ষ বেলালীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে, পুলিশি জিজ্ঞাসাবাদে বেলালী তার অপকর্মের কথা স্বীকার করেছেন বলেও দাবি করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শাহজাহান।

বেলালীর দেওয়া বক্তব্য অনুযায়ী তিনি আরও জানান, এক বছরে মাদ্রাসায় ছয় শিক্ষার্থী অধ্যক্ষের কাছে ধর্ষণের শিকার হয়েছে। শিক্ষার্থীদের প্রথমে তিনি নিজ কক্ষে ডেকে নিয়ে কৌশলে ঘনিষ্ট হয়ে কাউকে কিছু না জানাতে পবিত্র ধর্মগ্রন্থ দিয়ে শপথ করিয়ে তাদের ধর্ষণ করতেন। এভাবে ছয় শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন বলেও শিকার করেছেন।  

বেলালীকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

** ছাত্রীকে ধর্ষণচেষ্টায় মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।