ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ঢাকার নবাবগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজ জানান, খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। তবে নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছে কোনো কাজের সন্ধানে ইমরান ঢাকায় গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।