ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামুতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় বন্যহাতির আক্রমণে হাসান আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার রাজারকুল ছাগলিয়াকাটা গ্রামের কালাপাইন্না এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান আলীর ছেলে নুরুল কবির বাংলানিউজকে জানান, রাতে একটি হাতির পাল বাড়িতে ঢুকে কাঁঠাল খাচ্ছিলো।

এসময় তার বাবা হাতি তাড়াতে গেলে আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করেন।

রাজারকুল রেঞ্জের ফরেস্ট কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।