ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
বরিশালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

বরিশাল: নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে।

২৩ জুন (রোববার) এ দিবস উপলক্ষে জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এদিন সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।  

এরপর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র ও ডিআইজি শফিকুল ইসলামসহ আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল আখতার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।