ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কমলনগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
কমলনগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা কর্মশালা, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সী।

এসময় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপতরে উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার ও সঞ্চালনায় ছিলেন হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক মাঈন উদ্দিন রিয়াজ।

দিনব্যাপী কর্মশালায় সরকারি বিভিন্ন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, এনজিওকর্মী, পেশাজীবী সংগঠনের নেতা, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যায়ে সরকারে সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করছে। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও নানামুখী কার্যক্রম নিয়েছে। এর ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।